ভারতের ৫ রাজ্যে করমুক্ত ‘শচীন’

Sachin

মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের জীবনী নিয়ে তৈরি “শচীন: অ্যা বিলিয়ন ড্রিমস” চলচ্চিত্রটিকে ভারতের দিল্লিসহ পাঁচটি রাজ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে।

বাকি রাজ্যগুলো হলো: মুম্বাই বয় শচীনের মহারাষ্ট্র, উড়িষ্যা, কেরালা এবং ছত্তিশগড়।

গত ২৬ মে ভারতসহ বিভিন্ন দেশের ২,৮০০ বেশি সিনেমা হলে মুক্তি পাওয়ার পর ছবিটি বেশ উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছে দর্শক-চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে।

এই ছয়দিনে বক্স অফিসে ছবিটির আয় ৩৫ কোটি রুপি ছাড়িয়েছে।

ভারতবাসীর কাছে “গড অব ক্রিকেট”-খ্যাত শচীন টেন্ডুলকারের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হয়েছে জেমস এরসকিন পরিচালিত এই ছবিটিতে।

 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

5h ago