ভিডিও: ‘বাহুবলি’র টিকিটের জন্যে ৩ কিলোমিটার দীর্ঘ লাইন

বাহুবলীর জ্বরে যেন কাঁপছে সারা ভারত। আজ ছবিটি মুক্তি পেলেও প্রথম দিনেই সেটি উপভোগ করার সৌভাগ্য হয়নি সবার। কেননা, এর মুক্তির আগেই যে শুরু হয়ে যায় সিনেমা হলে ছবি দেখার টিকিট সংগ্রহের লড়াই।

ভারতের হায়দরাবাদ শহরে প্রসাদ আইম্যাক্স সিনেমা হলের সামনে “বাহুবলি টু: দ্য কনক্লুশন” ছবিটির টিকিট সংগ্রহ করতে গত বুধবার সকালে জড়ো হয়েছিলেন সিনেমাপ্রেমীরা। সেই লাইন লম্বা হতে হতে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ হয়ে যায়, খবর টাইমস অব ইন্ডিয়ার।

আরও পড়ুন: সারা পৃথিবীর ৯,০০০ সিনেমা হলে ‘বাহুবলি টু’

এমন অবস্থায়, টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ভারতের বিভিন্ন সিনেমা হলে। যেসব হলে টিকিটের দাম ১০০ ও ২০০ রুপি সেখানে তার দাম ৪০০ ও ৬০০ রুপি পর্যন্ত ধরা হচ্ছে। কোন কোন হলে এর দাম ১,০০০ রুপি পর্যন্ত হয়ে গেছে। কিন্তু টিকিটের চাহিদা তাতে বিন্দুমাত্রও কমেনি। অধিকন্তু, টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন অধিকাংশ দর্শক। ভিডিওটিতে দেখুন:

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

46m ago