শ্রদ্ধা-সিদ্ধান্ত: পর্দাতেও ভাইবোন

‘হাসিনা - দ্য কুইন অব মুম্বাই’-এ ভাইবোনের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা ও সিদ্ধান্ত কাপুর। বাস্তব জীবনেও তাঁরা ভাইবোন।
টাইমস অব ইন্ডিয়ার মতে, সম্ভবত বলিউডে এই প্রথম কোন ভাইবোন বড় পর্দাতেও ভাইবোনের চরিত্রে অভিনয় করছেন।
সিনেমাটিতে শ্রদ্ধাকে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোনের চরিত্রে। আর এতে দাউদের ভূমিকায় অভিনয় করছেন সিদ্ধান্ত কাপুর।
এই ছবিতে হাসিনার চরিত্রে শ্রদ্ধাকে দেখা যাবে বিভিন্ন বয়সে, যা ১৭ বছর বয়স থেকে শুরু হয়ে চলবে ৫৫ বছর পর্যন্ত। একটি সিনেমায় নিজেকে এতগুলো বয়সের ভূমিকায় অভিনয় করা সত্যিই কঠিন কাজ। তবে প্রথম লুকেই দর্শকদের আগ্রহ তৈরি করেছে ‘হাসিনা’-র প্রথম পোষ্টারের শ্রদ্ধা।
আগামী ১৪ জুলাই সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে।
Comments