সালমান খানের ‘টিউবলাইট’, প্রত্যাশা পারদ চড়ছে

tubelight

সালমান খান অভিনীত “টিউবলাইট”-কে রাখা হয়েছে এবছরের ‘হিট’ ভারতীয় ছবির তালিকায়। তবে, প্রভাসের “বাহুবলি” আর আমির খানের “দঙ্গল” দেশ ও বিদেশের মাটিতে ভালো ব্যবসা করার কারণে “টিউবলাইট”-কে নিয়ে এর কলাকুশলীদের প্রত্যাশার পারদ চড়ছে।

কবির খান পরিচালিত “টিউবলাইট” ছবিটি ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। ছবিটি মুক্তি পাবে ২৩ জুন। তবে উদ্বোধনী প্রদর্শনী হবে এর আগের দিন।

যাহোক, ব্যবসাসফল “বাহুবলি” ও “দঙ্গল” ভারতীয় পরিচালক ও চিত্র প্রযোজকদের ভেতর শুধু প্রতিযোগিতাই সৃষ্টি করেনি, তৈরি করেছে আকাশচুম্বী প্রত্যাশাও। বিদেশের দর্শকদের এখন তাঁরা লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন।

তাই “টিউবলাইট”-এর ভালো ব্যবসার জন্যে ভারত ও ভারতের বাইরে ছবিটির শুভ মুক্তির প্রত্যাশায় বলিউডের মুভি-মেকাররা।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago