স্কুল শিক্ষক সৃজিত মুখার্জি

সৃজিত মুখার্জি
পরিচালক সৃজিত মুখার্জি একজন অভিনেত্রীর মেকআপ মুছে দিচ্ছেন। ছবি: টাইমস অব ইন্ডিয়া থেকে সংগ্রহিত

ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সৃজিত মুখার্জি ভারতের একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে তুলনা করলেন স্কুল শিক্ষকদের সঙ্গে।

স্কুল শিক্ষকরা যেভাবে ছাত্রদের চুল, নখ, পোশাক ঠিকমতো আছে কী না তা দেখে নেন, তেমনিভাবে তাঁকেও ‘বেগমজান’-এর সেটে অভিনেত্রীদের মেকআপ দেখতে হয়েছে।

তাঁর নির্মিত ‘রাজকাহিনী’ সিনেমার হিন্দি সংস্করণ ‘বেগমজান’-এ অভিনয় শিল্পীদের স্বাভাবিক চেহারা যাতে ক্যামেরায় উঠে আসে সেজন্যই মেকআপ একপ্রকারে নিষিদ্ধই ছিল। নিতান্ত যেটুকু না হলেই নয় শুধু সেটুকু মেকআপই ব্যবহারের অনুমতি ছিল।

কিন্তু অভিনেত্রীদের মধ্যে অনেকে নিজেদের সাজিয়ে নিতেন অতিরিক্ত মেকআপ দিয়ে। তখন সৃজিত নিজে ওয়েট টিস্যু ব্যবহার করে সেই অতিরিক্ত মেকআপ তুলে দিতেন।

পত্রিকাটির সঙ্গে কথা বলার সময় সৃজিত বলেন, “এটা প্রতিদিনের একটি কাজে পরিণত হয়েছিল। আমাকে একজন স্কুল শিক্ষকের মতো করে মেকআপ এবং নখ পরীক্ষা করে নিতে হতো। ওয়েট টিস্যু ব্যবহার করে তাঁদের অতিরিক্ত মেকআপ তুলে দিতে হতো। এটা যেহেতু একটি ভিন্ন জীবনযাপনের গল্প তাই আমি চাইনি তাঁরা ভারি মেকআপ এবং যত্ন করা নখ নিয়ে অভিনয় করুক।”

‘বেগমজান’ মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল। ‘রাজকাহিনী’র দর্শকরা তো বটেই, এরসঙ্গে ‘বেগমজান’-এ বিদ্যা বালানের ভয়ংকর রূপটি দেখার জন্য মুখিয়ে আছেন সিনেমা প্রেমীরাও।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

Bangladesh Bank purchased another $313 million from 22 commercial banks in an auction yesterday, reacting to the sharp drop in the US dollar rate.

5h ago