১৬ বছর পর আমির খান

গত ১৬ বছরে কোন পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেননি আমির খান। কিন্তু সম্প্রতি লতা মুঙ্গেশকরের অনুরোধ ফেলতে না পেরে আমির যোগ দেন মাস্টার দিনানাথ মুঙ্গেশকর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
Aamir-Khan
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান রাম ভগতের হাত থেকে পুরস্কার নিচ্ছেন আমির খান।

গত ১৬ বছরে কোন পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেননি আমির খান। কিন্তু সম্প্রতি লতা মুঙ্গেশকরের অনুরোধ ফেলতে না পেরে আমির যোগ দেন মাস্টার দিনানাথ মুঙ্গেশকর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

মাস্টার দিনানাথ মুঙ্গেশকর পুরস্কারের ৭৫তম এই আসরে আমির খানকে “দঙ্গল” সিনেমায় অভিনয়ের জন্য দেওয়া হয় বিশেষ পুরস্কার। ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আমির খানের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান রাম ভগত।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে কোন ধরনের পুরস্কার অনুষ্ঠানে না যাওয়ার যে রেকর্ড আমিরের ছিল তা ভেঙ্গে বেরিয়ে আসলেন তিনি।

১৬ বছর আগে আমিরের অভিনীত “লগন” সিনেমাটি যখন একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন তখন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এরপর আর কোন অনুষ্ঠানেই তিনি অংশগ্রহণ করেননি।

তথ্য সূত্র ও ছবি: হিন্দুস্থান টাইমস

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

10h ago