বলিউড সিনেমার সফল ‘মা’ রিমা লাগু প্রয়াত

প্রয়াত হলেন ভারতীয় চলচ্চিত্রের মা চরিত্রের প্রখ্যাত অভিনেত্রী রিমা লাগু। মাত্র ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। প্রখ্যাত এই অভিনেত্রীর প্রয়াণের খবর শুনে শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্রমহল। তার ঘনিষ্ঠজন ছাড়াও বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতা-অভিনেত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোক প্রকাশ করেছেন।
রিমা লাগু

প্রয়াত হলেন ভারতীয় চলচ্চিত্রের মা চরিত্রের প্রখ্যাত অভিনেত্রী রিমা লাগু। মাত্র ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। প্রখ্যাত এই অভিনেত্রীর প্রয়াণের খবর শুনে শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্রমহল। তার ঘনিষ্ঠজন ছাড়াও বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতা-অভিনেত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোক প্রকাশ করেছেন।

মারাঠি ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয় জীবন শুরু করলেও গত চার দশকে অসংখ্য জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন মা চরিত্রে। কাল হোনা হো-তে শাহরুখ খানের মা, কিংবা হাম আপ কে হ্যায় কৌন ছবিতে মাধুরী দীক্ষিতের মায়ের চরিত্রে অভিনয় করে দর্শক মনে মায়ের আসন পেয়েছিলেন রিমা লাগু।

প্রয়াতের পারিবারিক সূত্র দিয়ে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, বুধবার রাতে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বলিউডের ‘বিগ ব্যানার’ ছবিতে সহ অভিনেত্রীর ভূমিকাতেও দেখা গিয়েছে তাকে একাধিকবার। বিশেষ করে ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিতে জুহি চাওলার মায়ের চরিত্রে অভিনয় করেই প্রথম আলোচনায় আসেন মারাঠা অভিনেতা বিবেক লাগুর সহধর্মীনি। এরপরই একের পর এক যেমন, ম্যায়নে পেয়ার কিয়া তে সালমন খানের মা সাজন, গুমরা, জয় কিষেন ছবিতেও মা হয়ে অভিনয় করেন তিনি।

‘হাম আপকে হ্যায় কৌন’, ‘ইয়ে দিল লাগি’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাল হো না হো’-র মত জনপ্রিয় ছবিতে কাজ করে দেশ বিদেশের সুনাম কুড়িয়েছেন রিমা লাগু। বড় পর্দার পাশাপাশি ভারতীয় ছোটপর্দার বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালেও অভিনয় করছিলেন তিনি।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
As things stand, Bangladesh election is all but doomed

244 aspirants to fight for 20 seats in Dhaka

A total of 21 aspirants, the highest of all seats, will contest for the Dhaka-5 constituency, which consists of areas of Demra and a part of Kadamtali

14m ago