ভালোবাসার গল্প শুনতে ডেইলি স্টার ফেসবুক লাইভে সারিকা
ভালোবাসা দিবস উপলক্ষে বসন্তের প্রথমদিনে দ্য ডেইল স্টার পত্রিকার ফেসবুক লাইভ পেইজে থাকবেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন।
ফেসবুকের লাইভে তিনি এক জোড়া যুগলের ভালোবসার গল্প শুনবেন। তাঁদের সঙ্গে ভালোবাসার গল্প ভাগাভাগি করবেন এই মডেল অভিনেত্রী। তিনি নিজের অনেক কথা বলবেন ফেসবুক লাইভে এবং ভক্তদের প্রশ্নের উত্তর দেবেন।
আজ সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত চলবে এই ফেসবুক লাইভ। সারিকা দ্য ডেইলি স্টার অননলাইনকে বলেন, “দারুন একটা আয়োজন হবে আজ। ভালোবাসার গল্প শুনবো সরাসরি। এর চেয়ে আর ভালোলাগা কী থাকতে পারে। এমন ব্যতিক্রমী আয়োজনে আমাকে সঙ্গী করার জন্য অনেক ধন্যবাদ।”
Comments