ভালোবাসা দিবসে ন্যান্সির নতুন ‘বন্ধু’
জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির নতুন গান ‘বন্ধু’ প্রকাশিত হয়েছে ইউটিউবে। গানটিতে সুর করেছেন রিয়াদ হাসান। এর ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন রম্য খান।
গানটির কথা হলো – ‘তোমার দু’চোখে আমি আবার হতে চাই সুপ্রভাত’।
‘ডি জে রাহাত উইথ স্টারস’ অ্যালবামে গানটি কয়েকমাস আগে প্রকাশিত হয়েছিলো।
ন্যান্সি বলেন, “একেবারে ভিন্ন ধরনের একটা গান 'বন্ধু'। এর আগে এই ধরনের গানে সেভাবে কণ্ঠ দেওয়া হয়নি আমার। নতুন একটা চ্যালেঞ্জ হিসেবে গানটা করেছি। আমার সব ভক্তদের জন্য এটা আমার উপহার। গানটি শ্রোতাদের ভালো লাগলে আনন্দিত হবো।”
Comments