শাকিব খানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

চলচ্চিত্র সংশ্লিষ্ট কলাকুশলী ও অভিনেতাদের নিয়ে 'অসম্মানজনক' মন্তব্যে নিষেদ্ধাজ্ঞা দেওয়ার এক দিন বাদেই চিত্রনায়ক শাকিব খানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

চিত্রনায়ক শাকিব খানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। কলাকুশলী ও অভিনেতাদের নিয়ে ‘অসম্মানজনক’ মন্তব্য করায় শাকিবকে নিষিদ্ধ করেছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট ১২টি সংগঠন। এর একদিন বাদেই পরিচালক নেতাদের সাথে দেখা করে ক্ষমা চাওয়ায় তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

চলচ্চিত্র পরিচালকরা গত শনিবার চিত্রনায়ক শাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। বিএফডিসিতে সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন লিখিত বক্তব্যে এই ঘোষণা দেন। পরিচালক সমিতিসহ ১২টি চলচ্চিত্র সংগঠন বিএফডিসিতে বৈঠক করে তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান।

নিষিদ্ধ ঘোষণা পরদিন গতকাল বিকালে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও খোকনের সাথে সাক্ষাৎ করেন শাকিব। অভিনেতা সোহেল রানা ও আলমগীর তখন সেখানে উপস্থিত ছিলেন।

সূত্রে জানা গেছে, পরিচালক নেতাদের শাকিব বলেছেন, ইচ্ছাকৃতভাবে তিনি ওই কথা বলেননি। মানসিক চাপে থাকার কারণেই তিনি ভুল করে অমন কথা বলেছেন। তার মন্তব্যে কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিলো না বলেও জানান শাকিব।

উল্লেখ্য সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান পরিচালক ও শিল্পীদের ‘বেকার’ বলে মন্তব্য করেছিলেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

EC to register Bangladeshi voters in 5 more countries

Expatriates in the US, Maldives, Jordan, South Africa, and Oman now eligible for enrolment

32m ago