শুধু নারী বলেই কম পারিশ্রমিক পেয়েছিলেন নাটালি পোর্টম্যান

‘নো স্ট্রিংস অ্যাটাচড’ চলচ্চিত্রের একটি দৃশ্যে নাটালি পোর্টম্যান ও অ্যাশটন কুচার।

হলিউডে উজ্জ্বলতম তারকাদের তালিকায় রয়েছে নাটালি পোর্টম্যানের নাম। ‘স্টার ওয়ার্স’-খ্যাত অভিনেত্রীর ঝুলিতে রয়েছে অস্কার ও গোল্ডেন গ্লোবসহ অনেক পুরস্কার। অথচ নারী বলেই তাঁকে দেওয়া হয়েছিল কম পারিশ্রমিক।

শুধু কী কম, পুরুষ সহকর্মীর আয়ের ‘তিন ভাগের এক ভাগ’ পরিমাণ অর্থ তাঁকে দেওয়া হয়েছিল। আর হলিউডেই ঘটেছিল ঘটনাটি। ২০১১ সালে স্লোভাক-কানাডিয়ান পরিচালক ইভান রেইতমানের রোমান্টিক কমেডি ‘নো স্ট্রিংস অ্যাটাচড’-এ অভিনয়ের জন্য নাটালির সহ-অভিনেতা অ্যাশটন কুচার তিনগুণ বেশি অর্থ পেয়েছিলেন।

নারীদের ফ্যাশন ও রূপচর্চা-বিষয়ক আন্তর্জাতিক ম্যাগাজিন ‘মারিয়ে ক্ল্যারি’-র ফেব্রুয়ারি সংখ্যার কভার স্টার নাটালি এক সাক্ষাৎকারে ম্যাগাজিনটির কাছে এই তথ্য প্রকাশ করেন।

২৩ বছরের অভিনয় ক্যারিয়ার সম্পন্ন নাটালি বলেন, “আমি বিষয়টা জেনেও সিনেমাটিতে কাজ করেছি... আসলে আমরা দুজনেই অভিনয়ের জন্য অনেক টাকা পেয়েছিলাম। আমি কোন অভিযোগ করছি না। তবে এই (লিঙ্গ) বৈষম্য বিরক্তিকর।”

উল্লেখ্য, ২০১৫ সালে ‘সনি’ হ্যাকড হলে বেরিয়ে আসে হলিউডের তারকাদের পারিশ্রমিকের তথ্য। তখন জেনিফার লরেন্সই প্রথম স্বীকার করেন পুরুষ সহকর্মীর তুলনায় নারীদের কম পারিশ্রমিকের কথা।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

3h ago