শুভ আর ফারিয়ার নতুন রসায়ন

ভালোবাসা দিবস উপলক্ষ্যে আগামীকাল ১০ ফেব্রুয়ারি দেশের ১০০টির বেশী সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘প্রেমী ও প্রেমী’। জাকির হোসের রাজু পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আরেফিন শুভ ও নুসরাত ফারিয়া।
সিনেমাটিতে দেখা যাবে শুভ-ফারিয়া জুটির নতুন রসায়ন। ইতোমধ্যে সিনেমাটির টাইটেল গান এবং ট্রেলার দেশের সিনেমা-প্রেমী মানুষদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির নায়ক আরেফিন শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার বিশ্বাস নতুন প্রজন্মের দর্শকদের কাছে ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি গ্রহণযোগ্য হবে। অন্যদেরও ভালো লাগবে এটি। এর জন্য অনেক পরিশ্রম করেছি। পরিপুর্ণ একটি ভালোবাসার গল্প রয়েছে এই চলচ্চিত্রে।”
নুসরাত ফারিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “আমার ধারণা পর্দা থেকে দর্শক চোখ ফেরাতে পারবেন না। এর কারণ, ছবির গল্পটি অনেক সুন্দর করে বোনা হয়েছে। আশা করবো, দর্শকরা ‘প্রেমী ও প্রেমী’ দেখবেন। অনেক উপভোগ্য হবে সিনেমাটি।
Comments