ঈদে গান, সিনেমার আয়োজন

গান, মিউজিক ভিডিওর পাশাপাশি এবার ঈদে কয়েকটি নাটক ও সিনেমা দর্শকরা দেখতে পাবেন সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
বর্তমানে প্রতিষ্ঠানটির ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। খবরটি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। এবারের ঈদে তারুণ্য নির্ভর অনেক অ্যালবাম, গান, মিউজিক ভিডিও, নাটক ও সিনেমা প্রকাশ করেছে তারা।
এর মধ্যে উল্লেখযোগ্য কিছু আয়োজন হলো: ইমরান ও ন্যান্সির দ্বৈত গান “ঠিক বেঠিক”, ইমরান ও পড়শীর দ্বৈত গান “আবদার”, মিনারের “দূরে হারিয়ে”, তানজিব সারোয়ারের “পাল ভাঙ্গা” ও “ডিজে রাজা”, তাহসীন আহমেদের “মন রঙের আঁচড়” এবং ঐশী’র একক গান “আলতা রাঙা পায়”।
এছাড়াও রয়েছে, আলামিনের বাউল-ধর্মী গানের অ্যালবাম “রঙ্গশালা”, মিনারের “গতকাল”, শাওন গানওয়ালার একক গান “তোমায়”, কাজী শুভ’র “মেলা থেকে বউ এনে দে”, সোহেল রাজ ও স্মরন এর দ্বৈত গান “মেঘ বালিকা”, কনা ও বেলাল খানের দ্বৈত গান “পাগলামী” এবং সায়েরা রেজার “কেমন করে পত্র লিখি”।
সিনেমার মধ্যে রয়েছে:
সুলতানা বিবিয়ানা; অভিনয়: বাপ্পী, আঁচল, অমিত হাসান, শহিদুজ্জামান সেলিম ও মামুনুর রশীদ।
প্রিয়া আমার জান; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর ও আলী রাজ।
টাইগার নাম্বার ওয়ান; অভিনয়: শাকিব খান, সাহারা, অমিত হাসান, নিপুন ও মিশা সওদাগর।
ইউটার্ন; অভিনয়: আইরিন, তারিক আনাম খান, প্রসূন আজাদ, মিশা সওদাগর।
Comments