ইউটিউবে সবচেয়ে বেশি দেখা হলো যে ভিডিওটি…

ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা হলো যে ভিডিওটি তার নাম “ডেসপাসিতো”। অতীতের সব রেকর্ড ভেঙ্গে লুই ফনসি এবং ড্যাডি ইয়াঙ্কির এই স্পেনিশ মিউজিক ভিডিওটি আজ (৭ আগস্ট) পর্যন্ত পেয়েছে তিনশো কোটির বেশি দর্শক।

আমেরিকান-স্প্যানিশ শব্দ “ডেসপাসিতো”-র বাংলা অর্থ হলো “ধীরে”। লুই ফনসির লেখা গানটির ভিডিও প্রকাশ করা হয় চলতি বছরের ১২ জানুয়ারি। এরপর, এটি ধীরে ধীরেই দৃষ্টি কাড়ে দর্শকদের; সৃষ্টি করে নতুন ইতিহাস।

গানটির সাফল্যে মুগ্ধ হয়ে অন্যান্য সংগীতশিল্পীরাও তৈরি করেন এর নতুন নতুন সংস্করণ। গত এপ্রিলে কানাডীয় কণ্ঠশিল্পী জাস্টিন বিবারও যোগ দেন এর একটি রিমিক্স ভার্সনে। তাঁর এই অংশগ্রহণে গানটি পায় ভিন্ন মাত্রা, লাভ করে প্রায় ৫০ কোটির বেশি দর্শক।

উল্লেখ্য, “ডেসপাসিতো”-র এই সাফল্যে ভেঙ্গে গেল উইজ খলিফা ও চার্লি পুথের “সি ইউ অ্যাগেইন” এবং দক্ষিণ কোরিয়ার সাইয়ের “গ্যাংনাম স্টাইল” ভিডিও মিউজিকের ইউটিউব রেকর্ড।

প্রায় দুই বছর কোন নতুন গান সৃষ্টি না করার পর লুই ফনসির ইচ্ছে হয় একটি ফান ট্র্যাক তৈরি করার। তাঁর ভাষায়, “এমন একটি গান গাইতে চেয়েছি যেখানে থাকবে ল্যাটিন আবেগ। থাকবে সুর। গায়কীটাও থাকবে আনন্দদায়ক – যা শুনে দর্শকরা নাচবেন।”

২০১৫ সালের দিকে এই ভাবনা মাথায় আসে ফনসির। বিষয়টি জানান তাঁর বন্ধু লাতিন গ্র্যামি পুরস্কার পাওয়া গীতিকার এরিকা এনডারকে। লাতিন আমেরিকার জনপ্রিয় কুম্বিয়া ও উত্তর আমেরিকার পপ ঢংয়ে সাজানো হয় গানের কথাগুলো। পরে ডাকা হয় পুয়ের্তো রিকোর স্বনামধন্য শিল্পী ড্যাডি ইয়াঙ্কিকে। ২০১৬ সালে তাঁরা মিয়ামিতে গানটির রেকর্ড করেন।

Comments

The Daily Star  | English

‘Father of the Nation’ a fascist tool to silence dissent: Nahid

In a Facebook post he wrote, "Sheikh Mujibur Rahman is not the Father of the Nation"

15m ago