পরিবর্তনের হাওয়ায় বাংলা গান
ঈদুল আজহার প্রথমদিন থেকে শুরু করে তৃতীয় দিন পর্যন্ত গান বাংলার পর্দায় দর্শকরা উপভোগ করতে পারবেন "উইন্ড অব চেঞ্জ"–এর দ্বিতীয় মৌসুম। এটি প্রচারিত হবে প্রতিদিন রাত ৯টায়। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা যন্ত্রশিল্পীদের সঙ্গে দেশের স্বনামধন্য, জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। "উইন্ড অব চেঞ্জ সিজন–২"-এর সংগীত ও অনুষ্ঠান পরিচালক হিসেবে রয়েছেন কৌশিক হোসেন তাপস এবং শিল্প নির্দেশনায় ফারজানা মুন্নী। কৌশিক হোসেন তাপসের সঙ্গে কথা বলেছেন দ্য ডেইলি স্টার অনলাইনের পক্ষ থেকে শাহরিয়ার কবির হিমেল।
স্টার অনলাইন: এটি "উইন্ড অব চেঞ্জ"-এর কততম পর্ব?
তাপস: এটি "উইন্ড অব চেঞ্জ"-এর চতুর্থ আসর। প্রথম দুটি ছিলো প্রিসিজন এবং পরেরটি ছিলো সিজন-১। সে হিসাবে এটি সিজন-২।
স্টার অনলাইন: দশর্কদের সামনে এটি আনবেন কবে?
তাপস: ঈদের দিন, দ্বিতীয় দিন ও তৃতীয় দিন দেখা যাবে নতুন এই সিজন।
স্টার অনলাইন: এবারের শিল্পী কারা থাকছেন?
তাপস: এবার থাকছেন সুবীর নন্দী, বারী সিদ্দিকী, অদিতি মহসিন, জানে আলম, পথিক নবী, হৃদয় খান, চিরকুট, বাপ্পাসহ আরও অনেকেই।
স্টার অনলাইন: নতুন কোন চমক থাকছে কি?
তাপস: চমকের মধ্যে আমরা বিভিন্ন ধারার গানগুলোকে নতুনভাবে তুলে ধরেছি।
স্টার অনলাইন: নতুনভাবে গানগুলোকে তুলে আনার যে চিন্তা, এর শুরুটি কিভাবে হয়েছিলো?
তাপস: আমার কাছে মনে হচ্ছিলো একটি শূন্যতা তৈরি হয়েছে। বিশ্বসংগীতের জন্যও কিছু নতুন সংযোজনের দরকার ছিলো। বিভিন্ন জায়গায় মিউজিক হচ্ছে। কিন্তু, বাংলা গানের সঙ্গে ওয়েস্টার্ন বা এশিয়ার অন্যান্য গানের সংযোগ তৈরি করছে না। উদাহরণ হিসেবে দেখতে পারেন বিপিএল-এ বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের খেলার সুযোগ হচ্ছে। এতে করে একে ওপরের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করতে পারছে। তাতে প্রত্যেকেরই কিছু নতুন বিষয় শেখা হচ্ছে। গানের ক্ষেত্রেও আমরা আমাদের বিদেশি বন্ধুদের কাছ থেকে শিখছি এবং তাঁরাও আমাদের কাছ থেকে কিছু শিখে যাচ্ছে। এই আদান-প্রদানের জায়গাটি তৈরি করার ইচ্ছে থেকেই এটি করা।
স্টার অনলাইন: "বেহায়া মন"-এর আর সিকুয়াল আসছে কি?
তাপস: "বেহায়া মন"-এর সিকুয়াল এবার আসছে না। তবে এবারের আসরে চিস্তি বাউলও আছেন। তাঁর একটি গান থাকছে "যদি থাকে নসিবে" শিরোনামে। এটি বেহায়া মনের সিকুয়াল না হলেও ওটির ফিল পাওয়া যাবে।
স্টার অনলাইন: "উইন্ড অব চেঞ্জ" নিয়ে সামনে আপনাদের পরিকল্পনা কি?
তাপস: "উইন্ড অব চেঞ্জ"-কে আরও বড় পরিসরে সবার সামনে আনার জন্যে কাজ করে যাচ্ছি। আমাদের প্রডিউসার ফারজানা মুন্নী প্রতিটি গান যেন দশর্কদের সামনে সুন্দরভাবে উঠে আসে সে চেষ্টা করে যাচ্ছেন। সামনে আরও গান বিভিন্ন আসরে তুলে ধরার চেষ্টা করবো। আমাদের প্রতিবেশি দেশের সঙ্গেও কথা চলছে। যদি সবকিছু ঠিকভাবে এগোয় তাহলে হয়তো সামনে ভারতের সঙ্গে যৌথভাবে গান নিয়ে কাজ করব।
স্টার অনলাইন: "ওয়ান মোর জিরো থেকে" অনুষ্ঠানটি নিয়ে সামনে আর কি করার পরিকল্পনা রয়েছে?
তাপস: সামনে "ওয়ান মোর জিরো থেকে" এই অনুষ্ঠানটিকে লাইভ করার পরিকল্পনা রয়েছে। আর সেই সঙ্গে আমাদের গানগুলো সিডি আকারে প্রকাশ করার পরিকল্পনা করছি। আশা করছি, এ বছরের শেষের দিকে তা প্রকাশ করতে পারব।
অনুলেখন: অাব্দুল্লাহ অাল অামীন
Comments