শাকিল-কল্পনার প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘একটুকু ছোঁয়া লাগে’

বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী দম্পতি খায়রুল আনাম শাকিল ও মাসুদা আনাম কল্পনা নিয়ে এলেন তাঁদের প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম “একটুকু ছোঁয়া লাগে”।
কবি গোলাম মোস্তফার পুত্রবধূ সুস্মিতা ইসলাম অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন শনিবার বিকেল সাড়ে ছয়টায় ছায়ানট ভবনের মূল মিলনায়তনে।
১৪টি রবীন্দ্রসংগীত সম্বলিত অ্যালবামটির সংগীত আয়োজনে রয়েছেন দূর্বাদল চট্টোপাধ্যায় ও অম্লান দত্ত। এটি প্রকাশ করছে লেজার ভিশন।
অ্যালবামটিতে শাকিলের গেয়েছেন ছয়টি রবীন্দ্রসংগীত এবং কল্পনা গেয়েছেন সাতটি। এবং তাঁদের দ্বৈত কণ্ঠে একটি গান রয়েছে।
গানগুলো হলো: আজি বিজন ঘরে, ওগো তোমার চক্ষু দিয়ে, খেলা ঘর বাঁধতে লেগেছি, শুধু তোমার বাণী নয়গো, গায়ে আমার পুলক লাগে, বাদল দিনের প্রথম কদম ফুল, বহে নিরন্তর, একটুকু ছোঁয়া লাগে, আমার রাত পোহালো, আগুনের পরশমনি, হায় কে দিবে আর সান্ত্বনা, যে রাতে মোর দুয়ারগুলি, তুমি রবে নীরবে এবং এখনো ঘোর ভাঙ্গে না তোর।
খায়রুল আনাম শাকিল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার পরিচিতি মূলত নজরুলসংগীত শিল্পী হিসেবে। শ্রদ্ধেয় সুস্মিতা ইসলামের অনুরোধের প্রেক্ষিতেই এই অ্যালবাম বের করা। তিনি আমার কণ্ঠে রবীন্দ্রসংগীত খুব উপভোগ করতেন।”
মাসুদা আনাম কল্পনা বলেন, “আমার বেশ কয়েক বছর থেকে ভাবনা ছিল রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম করা। শাকিলের সময় হয়ে উঠছিল না বলেই দেরি হচ্ছিল। শেষে, সুস্মিতা ইসলামের অনুরোধে আমরা সিদ্ধান্ত নেই অ্যালবামটি বের করার।”
Comments