ষষ্ঠ আসরে সেরা ক্ষুদে গানরাজ অংকন
৬৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যানেল আই ক্ষুদে গান রাজের সেরার মুকুট বরিশালের অংকনের। প্রতিযোগিতায় প্রথম রানার আপ ঠাকুরগাঁওয়ের ঐক্য এবং দ্বিতীয় রানার আপ চট্টগ্রামের ঐশী।
প্রতিযোগীদের মধ্য থেকে বিভিন্ন বাছাই পর্ব পার হয়ে ফাইনাল পর্যন্ত উত্তীর্ণ হয় প্রান্ত, অংকন, ঐক্য, ঐশী, তিলোত্তমা, অথৈ এবং ইশিকা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে শুক্রবার অনুষ্ঠিত হয় ফাইনাল। আর সেখানেই নিজের সবটুকু উজাড় করে দিয়ে গান করে এই সাত জন ফাইনালিস্ট। শেষ পর্যন্ত বিচারক এবং দর্শকদের মন জয় করে নিয়ে সেরার মুকুট পায় অংকন।
অনুষ্ঠানে সাত ক্ষুদে শিল্পীর একক পরিবেশনা ছাড়াও দ্বৈত পর্বে ক্ষুদেদের সাথে গান পরিবেশন করেন শফি মন্ডল, মেহের আফরোজ শাওন, শফিক তুহিন, আঁখি আলমগীর, ইমরান, আশিক ও শারমিন। এছাড়াও অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ।
সদ্যপ্রয়াত সংগীত শিল্পী লাকী আখান্দ-এর স্মরণে অনুষ্ঠানের শুরু দিকে তাঁর গান পরিবেশন করে ক্ষুদে সাত প্রতিযোগী।
Comments