সব প্রজন্মের শ্রোতাদের জন্যে সাবিনা ইয়াসমিন
স্বনামধন্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন প্রখ্যাত সুরকার শহীদ আলতাফ মাহমুদের কালজয়ী ১০টি গান নিয়ে একটি সংকলনের কাজ শুরু করেছেন।
অ্যালবামটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সংগীতে আলতাফ মাহমুদের অবদান কতখানি তা বলে শেষ করা যাবে না। আমার শিল্পী হিসেবে প্রতিষ্ঠা ও পরিচিতির পেছনেও তাঁর অবদান রয়েছে।”
“তাঁর সুরের অনেক গানই শ্রোতারা বারবার শুনতে চান। অনেক দিন ধরে ভাবছিলাম তাঁকে শ্রদ্ধা জানাতে কী করা যায়। শেষে পরিকল্পনা করেছি শুধু নতুন প্রজন্ম নয়, সব প্রজন্মের শ্রোতাদের জন্যে হবে আমার এই আয়োজন,” যোগ করেন সাবিনা।
অ্যালবামটিতে কোন কোন গান থাকবে সে সম্পর্কে এখনই কিছু বলতে চাননি এই শিল্পী। তবে, এটি অচিরেই প্রকাশিত হবে বলে তিনি উল্লেখ করেন।
Comments