১০ মার্চ থেকে ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’
স্বনামধন্য ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চুকে এবার মঞ্চে দেখা যাবে একটু অন্যরকম ভাবে। এবার শুধু গিটার নিয়ে অনুষ্ঠান করবেন তিনি।
‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’ শিরোনামের এই উৎসব আগামী ১০ মার্চ থেকে শুরু হবে। ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বগুড়া এবং খুলনা শহরে গিটারভক্ত শ্রোতারা সুযোগ পাবেন আইয়ুব বাচ্চুর অনুষ্ঠান দেখার।
দ্য ডেইলি স্টার অনলাইনকে আইয়ুব বাচ্চু বলেন, “গিটারের এই উৎসবের নাম দিয়েছি ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’। পরিকল্পনা প্রায় চূড়ান্ত। সবসময়ইতো গান করি, এবার ভেবে দেখলাম গিটারের এমন একটা আয়োজন করলে কেমন হয়।”
তিনি আরো বলেন, দেশের ছয়টি শহরে গিটার ভক্তদের জন্য এই আয়োজন। গিটারের কিছু নিজস্ব মিউজিক আছে। আগামীকাল অনন্যা রুমার পরিচালনায় চ্যানেল আইয়ের ‘গানের উৎসব’-এ গান গাইবেন এই ব্যান্ড তারকা।
Comments