২৫ বছর পেরিয়ে সুমনের ‘তোমাকে চাই’
একটি মাত্র গান “তোমাকে চাই” দিয়ে বাংলা গানের জগতে অনেক পরিবর্তন এনেছিলেন কবির সুমন। ১৯৯২ সালের ২৩ এপ্রিল ভারতের এইচএমভি থেকে প্রকাশিত হয় কবির সুমনের প্রথম অ্যালবাম “তোমাকে চাই”।
একটি গান বা অ্যালবাম বদলে দেয় বাংলা গানের অনেক কিছুই। গান যে এইভাবেও লেখা যেতে পারে এবং গাওয়াও যায় তা দেখিয়ে দেন সুমন। চিরন্তন ভালোবাসার প্রকাশ ভঙ্গিতে নতুন ভাষা খুঁজে পান বাংলা গানের শ্রোতারা।
গতকাল গানটির ২৫ বছর পূর্ণ হয়।
কবির সুমন তাঁর গান নিয়ে ফেসবুকে লিখেছেন, “পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে বব ডিলান - এঁদের গান কবিতা ও প্রভাব রয়েছে আমার গানে।”
কবির সুমনের জন্ম ১৯৫০ সালের ১৬ মার্চ। একেবারে ছেলেবেলাতেই বাবা এবং মায়ের কাছে তাঁর গানের হাতেখড়ি। খ্যাতিমান পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর ফেসবুকে দেওয়ালে কবির সুমনকে নিয়ে অনেক আগের একটি ভিডিও শেয়ার করে “তোমাকে চাই” গানের ২৫ বছরের কথা স্মরণ করেন।
Comments