সাক্ষাৎকার

বিশেষ বন্ধনে ফেরদৌসী ও ত্রপা মজুমদার

বাংলাদেশের মঞ্চ অভিনয়ের জগতে সবচেয়ে বেশি আলোচিত মানুষগুলোর একজন হচ্ছেন ফেরদৌসী মজুমদার। তাঁর মেয়ে ত্রপা মজুমদারও চলেছেন সেই পথে। সুনাম অর্জন করেছেন মঞ্চ অভিনয়ের পাশাপাশি নির্দেশনাতেও। সম্পর্কে তাঁরা মা-মেয়ে হলেও তাঁদের মধ্যে সম্পর্কটা বুঝি আরও একটু বেশিই গভীর। নইলে কি আর দুজনেরই জন্মদিন হয় একই দিনে। আজ, ১৮ জুন, মঞ্চের দাপুটে এই দুই অভিনেত্রীরই জন্মদিন। আজকের দিনটিতে তাঁদের পরিকল্পনা কী তা নিয়ে দ্য ডেইলি স্টার থেকে নাজিবা বাশার কথা বলেছিলেন ত্রপা মজুমদারের সঙ্গে।
Ferdausi and Tropa Majumdar
মঞ্চ অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও তাঁর মেয়ে ত্রপা মজুমদার। ছবি: শাহরিয়ার কবির হিমেল

বাংলাদেশের মঞ্চ অভিনয়ের জগতে সবচেয়ে বেশি আলোচিত মানুষগুলোর একজন হচ্ছেন ফেরদৌসী মজুমদার। তাঁর মেয়ে ত্রপা মজুমদারও চলেছেন সেই পথে। সুনাম অর্জন করেছেন মঞ্চ অভিনয়ের পাশাপাশি নির্দেশনাতেও। সম্পর্কে তাঁরা মা-মেয়ে হলেও তাঁদের মধ্যে সম্পর্কটা বুঝি আরও একটু বেশিই গভীর। নইলে কি আর দুজনেরই জন্মদিন হয় একই দিনে। আজ, ১৮ জুন, মঞ্চের দাপুটে এই দুই অভিনেত্রীরই জন্মদিন। আজকের দিনটিতে তাঁদের পরিকল্পনা কী তা নিয়ে দ্য ডেইলি স্টার থেকে নাজিবা বাশার কথা বলেছিলেন ত্রপা মজুমদারের সঙ্গে।

 

আপনাদের দুজনেরই জন্মদিন একই দিনে। সাধারণত এটাকে আপনারা কীভাবে উদযাপন করে থাকেন?

ত্রপা মজুমদার: আমরা খুব বেশি কিছু করি না। গত কয়েক বছর ধরে আমরা পরিবারের সবাই মিলে কোন একটি ভালো রেস্টুরেন্টে এক সঙ্গে রাতের খাবার খাওয়ার মাধ্যমে দিনটিকে উদযাপন করি।

 

একই দিনে জন্মদিন নিয়ে কোন মজার ঘটনা মনে পড়ে কি?

ত্রপা মজুমদার: আমি যখন ছোট ছিলাম তখন রাত বারোটা বাজার জন্য আমি আর মা অপেক্ষা করতাম দুজনই দুজনকে জন্মদিনের চমকপ্রদ উপহার দেওয়ার জন্য। আমি মায়ের জন্য উপহার নিতাম আর মা আমার জন্য। আর সেই উপহার এর মধ্যে সবসময়ই একটা প্রতিযোগিতা থাকত যে কে কার আগে চমক দিতে পারে।

 

এবছরের জন্য আপনারা দুজনে কি পরিকল্পনা করেছেন?

ত্রপা মজুমদার: বাবা (রামেন্দু মজুমদার) এবছর আমাদের জন্মদিনে দেশে থাকছেন না। আর মা মাত্রই চিকুনগুনিয়া থেকে সুস্থ হয়ে উঠলেন। তবে তাঁর শরীর অনেক দুর্বল। তাই কোন বিশেষ পরিকল্পনা নেই এবার। সারা দিন শুধু মায়ের সঙ্গে কাটাব।

 

আপনার কাছে আপনার মা কতটা গুরুত্বপূর্ণ?

ত্রপা মজুমদার: মা-ই আমার কাছে সব। অনেকেই ভাবেন শিক্ষকতা এবং অভিনয়ের কারণে আমার মা হয়তো আমার ছোটবেলায় আমাকে তেমন কোন সময় দিতে পারেননি। কিন্তু, আসলে সেটা একেবারেই সত্য নয়। আমার সঠিক শিক্ষা থেকে শুরু করে আজকের আমি হয়ে ওঠার পেছনে সব অবদানই আমার মায়ের। আমি প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তাঁর কাছে কৃতজ্ঞ।

 

এবছর জন্মদিনে আপনার মাকে কিভাবে শুভেচ্ছা জানাবেন?

ত্রপা মজুমদার: আমি চাই এবং দোয়া করি মা যেন সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু পান। আর একটা বিষয় আমি সব সময় প্রার্থনা করি, আমার মা যেন যত বেশি দিন সম্ভব মঞ্চে অভিনয় করে যেতে পারেন। আজকের এই দিনে মাকে জন্মদিনের শুভেচ্ছা এবং তিনি যে মাপের অভিনয়শিল্পী তা ধরে রাখার মতো যতেষ্ঠ সুস্থ যেন তিনি থাকেন সেই কামনা করি।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

3h ago