মহাশ্বেতা দেবীর বাড়ি এখন সংগ্রহশালা

বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় সাহিত্যিক প্রয়াত মহাশ্বেতা দেবীর বাড়িটি সরকারিভাবে সংগ্রহশালা করা হয়েছে।
Mahasweta
মহাশ্বেতা দেবী, ছবি: টুইটার ফাইল ফটো

বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় সাহিত্যিক প্রয়াত মহাশ্বেতা দেবীর বাড়িটি সরকারিভাবে সংগ্রহশালা করা হয়েছে।

১৯২৬ সালের ১৪ জানুয়ারি ঢাকায় জন্ম এবং ২০১৬ সালে ২৮ জুলাই কলকাতায় মৃত্যু হওয়া ‘হাজার চুরাশির মা’ মহাশ্বেতা দেবীর লেখা বই, পত্র-পত্রিকায় প্রকাশিত কলাম, ব্যাক্তিগত চিঠিপত্র, পারিবারিক ছবিসহ লেখিকার ব্যবহার্য সবকিছুই থাকবে সংগ্রহশালায়।

দক্ষিণ কলকাতায় মহাশ্বেতা দেবীর বাড়িতে স্মৃতিরক্ষা ও সংগ্রহশালার পুরো রক্ষানাবেক্ষণ করবে কলকাতা মেট্রোপলিট ডেভেলপম্যান্ট অথরিটি বা কেএমডি।

টিকিট ছাড়াই সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পযর্ন্ত পরিদর্শন করা যাবে এই সংগ্রহশালা।

মহাশ্বেতা দেবী ভারতের সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী, এশিয়ার নোবেল-খ্যাত ম্যাগসেসেসহ বহু পুরস্কার লাভ করেন।

লেখক স্বত্বা ছাড়াও মহাশ্বেতা দেবী সমাজে পিছিয়ে পড়া শ্রেণিদের পক্ষে একজন আন্দোলনকারী হিসাবেও দেশ-বিদেশে পরিচিত ছিলেন।

এদিন মঙ্গলবার কলকাতার নেতাজি ইনডোরে একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহশালার উদ্বোধন করেন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে বলেন, প্রখ্যাত সাংবাদিক গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত এবং অমিতাভ চৌধুরীর স্মরণে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হবে।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

5h ago