আজ ঢালিউডের কিং খানের জন্মদিন

এ সময়ের বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন আজ। সিনেমায় তাঁর অভিষেক হয়েছিলো ‘সবাই তো সুখী হতে চায়’-এর মাধ্যমে ১৯৯৯ সালে। তবে সে বছরেই তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিলো ‘অনন্ত ভালোবাসা’। ২০০৮ এর পর থেকে এখন পর্যন্ত ঢালিউডে সেরার আসনে রয়েছেন তিনি।
Shakib-Khan
অভিনেতা শাকিব খান। ছবি: দ্য ডেইলি স্টার

এ সময়ের বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন আজ। সিনেমায় তাঁর অভিষেক হয়েছিলো ‘সবাই তো সুখী হতে চায়’-এর মাধ্যমে ১৯৯৯ সালে। তবে সে বছরেই তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিলো ‘অনন্ত ভালোবাসা’। ২০০৮ এর পর থেকে এখন পর্যন্ত ঢালিউডে সেরার আসনে রয়েছেন তিনি।

পারিবারিক নাম মাসুদ রানা। চলচ্চিত্রের নাম শাকিব খান। জীবনের ৩৮টি বছর পেরিয়ে এসেছেন তিনি। বর্তমানে প্রতিটি ছবিতেই একেক ধরণের লুকে হাজির হচ্ছেন এ অভিনেতা। ফ্যাশন সচেতন নায়ক হিসেবে পরিচিত শাকিব তাঁর কোটি ভক্তদের কাছে ‘ঢালিউডের কিং খান’।

বর্তমানে কলকাতার একটি সিনেমার শুটিংয়ে রয়েছেন শাকিব। তাঁর বিপরীতে রয়েছেন নুসরাত ও সায়ন্তিকা। ছবিটির পরিচালনা করছেন রাজীব বিশ্বাস।

কলকাতায় যাওয়ার আগে শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার কাজই আমাকে শাকিব খান বানিয়েছে। তাই কাজকেই বেশি গুরুত্ব দিতে চাই। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এবার দেশে জন্মদিন পালন করা হলো না। কেননা, কলকাতায় শুটিংয়ে একদিন উপস্থিত না থাকলে শিডিউলে অনেক সমস্যা হয়ে যায়। শুটিংওয়র ফাঁকেই দিনটি উপভোগ করব।’

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ‘নবাব’ ছবির শুটিং শেষ, মুক্তি পাবে আগামী ইদে। বাংলাদেশে ‘অহংকার’ নামে একটি ছবির কাজও শেষের পথে। এছাড়াও, আগামী ৭ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘সত্তা’। ছবিটিতে তাঁর বিপরীতে রয়েছেন পাওলি দাম।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ও ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান।

Comments

The Daily Star  | English

Cox's Bazar Express sets off on first journey

The Cox's Bazar Express started its maiden journey from Cox's Bazar Railway Station with 1,020 passengers

57m ago