‘ঈদে কোনো যৌথ প্রযোজিত ছবি নয়’
“চলচ্চিত্র ঐক্য পরিবার”-এর ব্যানারে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত শিল্পী-কলা-কুশলীদের ১৪টি সংগঠন আজ রাজধানীর এফডিসিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় দাবি জানায়, “ঈদে কোনো যৌথ প্রযোজিত ছবি নয়”।
আসছে ঈদে ভারতের সঙ্গে যৌথভাবে প্রযোজিত “বস টু” ও “নবাব” ছবি দুটির মুক্তির বিষয়ে আপত্তি জানায় সংগঠনগুলো। ছবিগুলোর মুক্তির প্রতিবাদ জানাতে আজ দুপুর ১২টার দিকে এফডিসির সামনে সমবেত হয়েছিলেন সংগঠনগুলোর নেতা-কর্মীরা। প্রায় ২০ মিনিট অবস্থান করার পর তাঁরা সেন্সর বোর্ডের দিকে রওনা হোন।
“চলচ্চিত্র ঐক্য পরিবার”-এর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা ফারুক, রিয়াজ, জায়েদ খান, পপি, ইমন এবং পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন।
এর আগে ১৪টি সংগঠন এক হয়ে সেন্সর বোর্ডে অভিযোগ করে – যৌথ প্রযোজনার নিয়ম না মেনেই মুক্তি পাচ্ছে “বস টু”। সেই পরিপ্রেক্ষিতে সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি ছবিটি দেখার পর এটি “যৌথ প্রযোজনার নিয়ম মানেনি” উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। আজ বিষয়টির সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে।
Comments