ঈদ লড়াইয়ে শাকিব-জিৎ
কী হবে এবার ঈদের সিনেমার? সবাই তাকিয়ে রয়েছেন সেদিকে। সিনেমাপাড়ায় এখন শুধুই নতুন সিনেমার সংবাদ। কোন ছবিটা ঈদে ব্যবসা করবে, কোনটা কম করবে – এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেননা, ঈদ উৎসবে দর্শকদের সবচেয়ে বড় বিনোদন মাধ্যম হলো সিনেমা।
চলতি বছর যে ছবিগুলো মুক্তি পেয়েছে তার একটিও তেমন ভালো ব্যবসা করতে পারেনি। তবে আলোচিত হয়েছে বেশ কয়েকটি। তাই, সবার চোখ এখন ঈদের সিনেমার দিকে।
গত ঈদে শাকিব খান অভিনীত “শিকারি” বেশ আলোচনায় ছিল। তাঁর নতুন লুক নিয়ে ভালো ব্যবসা করেছিল ছবিটি। জিৎ-নুসরাত ফারিয়া অভিনীত “বাদশা” ব্যবসার মুখ দেখেছিল। দর্শকদের হলমুখি হওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল গত ঈদে। যদিও সেই ধারাবাহিকতা পরে আর দেখা যায়নি।
এবার ঈদে মুক্তির তালিকায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে যৌথ প্রযোজিত সিনেমা “নবাব”। শাকিব খান-শুভশ্রী অভিনীত ছবির টিজারে মুগ্ধ হয়েছেন দর্শকরা। এখন জয়দীপ মুখার্জী পরিচালিত এই সিনেমার পুরোটিই দেখার অপেক্ষা।
“নবাব” সিনেমার অন্যতম প্রধান অভিনেতা শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সিনেমাটিতে আমাকে একেবারে ব্যতিক্রম চরিত্রে পাওয়া যাবে। বিশ্বাস করি, দর্শক চমকে যাবেন আমাকে পর্দায় দেখে। চরিত্রটি নিয়ে বিস্তারিত কিছু বলব না, পর্দায় দেখতে হবে। গানগুলো ইতোমধ্যেই দর্শকদের মুখে মুখে ফিরছে। বাংলাদেশকে উপস্থাপন করেছি ‘নবাব’ ছবিটিতে।”
পরের তালিকায় রয়েছে যৌথ প্রযোজিত সিনেমা “বস-টু”। বাবা যাদব পরিচালিত জিৎ, শুভশ্রী, নুসরাত ফারিয়া অভিনীত সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে চাহিদা দেখা যাচ্ছে। নুসরাত ফারিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “দেখতে দেখতে আমার ছয় নম্বর সিনেমা ‘বস-টু’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। প্রতিটি ছবি মুক্তির আগে আমার ভেতর একটা এক্সাইটমেন্ট থাকে। ‘বস-টু’ সিনেমার বেলাতেও এর ব্যতিক্রম হচ্ছেনা।”
বুলবুল বিশ্বাসের পরিচালনায় প্রথম সিনেমা “রাজনীতি” মুক্তি পাচ্ছে এবারের ঈদে। শাকিব খান-অপু বিশ্বাস জুটির সিনেমা এটি। অনেকদিন পর একসঙ্গে দেখা যাবে এই সফল জুটিকে। এই সিনেমা দিয়ে ঘুরে দাঁড়াতে পারেন অপু বিশ্বাস – এমনটিই মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। অনেক সমালোচনা, বিয়ে, সন্তান পাশ কাটিয়ে “রাজনীতি”র দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।
অপু বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বিশ্বাস করি, যাঁরা আমাকে পছন্দ করেন তাঁরা সবাই ‘রাজনীতি’ দেখবেন। তাঁদের অনেক আগ্রহ রয়েছে ছবিটি নিয়ে। শাকিব খান-অপু বিশ্বাস জুটি মানেই ভিন্ন কিছু।”
“রাজনীতি”-র পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, “আমার প্রথম সিনেমা। তারপরও, শাকিব খান-অপু বিশ্বাসের মতো নায়ক-নায়িকা রয়েছেন ছবিটিতে। আমার সবটা দিয়েই সিনেমাটি বানিয়েছি। আশা করি, দর্শকরা গ্রহণ করবেন।”
“রংবাজ” নামের আরেকটি ছবি মুক্তি পাবে এবারের ঈদে। আবদুল মান্নান পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন নবাগত বুবলি। শাকিব বলেন, “আমি ‘রংবাজ’ ছবির জন্য অনেক পরিশ্রম করেছি, সব ধরনের চেষ্টা করেছি। বাকিটা পর্দায় দেখে দর্শকরা বলবেন কেমন করেছি।” তাঁর আশা, “রংবাজ”-ও থাকবে ঈদের আলোচিত ছবির তালিকায়।
ছবিটি মুক্তি পেলে শাকিব খানের তিনটি সিনেমা আসবে এবারের ঈদে। অন্য দুটি হলো “রাজনীতি” ও “নবাব”। আসছে ঈদে নায়িকা হিসেবে মুখোমুখি হচ্ছেন অপু বিশ্বাস, শুভশ্রী, নুসরাত ফারিয়া ও বুবলি। এককভাবে মুখোমুখি হচ্ছেন শাকিব খান ও জিৎ।
ঈদের চলচ্চিত্রগুলো মধ্যে একমাত্র “রাজনীতি” বাংলাদেশের নির্মিত ছবি। বাকিগুলো যৌথ প্রযোজিত সিনেমা। গত ঈদেও শাকিব খানের তিনটি ছবির সঙ্গে মুখোমুখি হয়েছিলেন কলকাতার জিৎ। এবারও তাই হচ্ছে। দেখার বিষয় কোন ছবি এগিয়ে থাকে।
Comments