এফডিসিতে তারকাদের মিলনমেলা

মিলন মেলার মঞ্চ। ছবি: মাহবুব আলম

‘নীতিগতভাবে আমরা এক’ এই শ্লোগান নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত নবীন-প্রবীণ শিল্পী ও কলা-কুশলীরা।

মঞ্চে আলাপ চারিতায় এটিএম সামসুজ্জামান ও রোজিনা। ছবি: মাহবুব আলম

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আজ মিশা সওদাগর (সভাপতি) ও জায়েদ খান (সাধারণ সম্পাদক পদ) প্যানেল থেকে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।

পপি ও পূর্ণিমার মাঝেখানে নায়ক রুবেল। ছবি: মাহবুব আলম

এই মিলন মেলায় উপস্থিত ছিলেন এটিএম সামসুজ্জামান, প্রবীর মিত্র, ওয়াসিম, রোজিনা, নূতন, সোহেল রানা, রুবেল, ডিপজল, পপি, রিয়াজ, পূর্ণিমা, বাপ্পারাজ, সম্রাট, ইমন, সায়মন, আমান খান প্রমুখ।

অনুষ্ঠানে এক পর্যায়ে ক্যামেরা বন্দি রিয়াজ ও বাপ্পারাজ। ছবি: মাহবুব আলম

মিলনমেলা শেষে তারা সকলে মিলে এফডিসিতে কাজ করা স্বল্প আয়ের মানুষদের ভেতরে কম্বল বিতরণ করেন।

শিল্পী সমিতির নির্বাচন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। বর্তমান শিল্পী সিমিতির মেয়াদ ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বলবৎ আছে।

 

Comments

The Daily Star  | English

ICT chief prosecutor seeks Interpol Red Notice for Hasina's arrest

"As an international policing agency, Interpol has been requested to take necessary steps to ensure her arrest"

1h ago