কী হবে যৌথ প্রযোজিত সিনেমার?
আজ দুপুরে চলচ্চিত্র পরিচালক সমিতিতে ১৪টি সংগঠনের জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। যৌথ প্রযোজনার নিয়ম না মেনেই মুক্তি পাচ্ছে “বস টু” – এ বিষয় নিয়ে কথা হয় সেখানে।
সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, যুগ্ম-মহাসচিব শাহীন সুমন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেতা ফারুক, রিয়াজ প্রমুখ।
১৪টি সংগঠন এক হয়ে সেন্সর বোর্ডে অভিযোগ করে – যৌথ প্রযোজনার নিয়ম না মেনেই মুক্তি পাচ্ছে “বস টু”। সেই পরিপ্রেক্ষিতে সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি ছবিটি দেখার পর এটি “যৌথ প্রযোজনার নিয়ম মানেনি” উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি পাঠায়।
বিষয়টির সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী রবিবার।
শিল্পী সমিতির সহসভাপতি রিয়াজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমরা শুনেছি সেন্সর প্রিভিউ কমিটির আপত্তির পরও ‘বস টু’ ছবিটি মুক্তি পাচ্ছে। এটি খুবই হতাশার খবর। ভাবসাব দেখে মনে হচ্ছে এ দেশে আমাদের কারও কিছু করার নেই। তারা চায় আমরা যেন সবাই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাই।”
সম্প্রতি, ছবিটির প্রযোজক সংস্থা জাজের এক সংবাদ সম্মেলনে ঢাকায় এসে কলকাতার নায়ক জিৎ বলেছেন, “যৌথ প্রযোজনার নিয়ম মেনেই ‘বস টু’ নির্মাণ করা হয়েছে।”
Comments