চরিত্রের জন্য ফুলের চাষ করাও শিখেছি: বাপ্পী
‘সুলতানা বিবিয়ানা’ চলচ্চিত্রের নায়ক বাপ্পী চৌধুরী বলেন এ ছবিতে অভিনয়ের জন্য তাঁকে ফুল চাষ করা শিখতে হয়েছে।
বাপ্পী ও আঁচল অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি মুক্তি পাচ্ছে ৩১ মার্চ।
মুক্তির প্রাক্কালে বাপ্পী দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “এ ছবির গল্পটাই হচ্ছে এর প্রাণ।”
তাঁর মতে, একেবারেই দেশি গল্প নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি। তিনি আশা করেন, ‘সুলতানা বিবিয়ানা’ দর্শকরা সাদরে গ্রহণ করবেন।
“আমি বিশ্বাস করি, বাংলা ছবির দর্শক এখনো আছে। আমার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য ফুলের চাষ করাও শিখেছি।”
হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’ ছবির গানগুলো ইতোমধ্যে শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। বিশেষ করে হাবিব ওয়াহিদ ও ন্যান্সির গাওয়া ‘তুমি আমার’ গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় চলে এসেছে।
ছবিটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন এবং প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া। সারাদেশে শতাধিক হলে মুক্তি দেওয়া হবে ছবিটি।
Comments