‘চালবাজ’-এ শাকিব খান, লন্ডনে শুটিং

এবার “চালবাজ” হিসেবে পাওয়া যাবে শাকিব খানকে। তবে সেটা বাস্তবে না, জয়দেব মুর্খাজী পরিচালিত “চালবাজ” সিনেমার চরিত্রে। ছবিটির শুটিংয়ে আগামী ২০ জুন লন্ডনে যাবেন জনপ্রিয় এই চিত্রনায়ক।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার শুভশ্রী। এই জুটির মুক্তির অপেক্ষায় রয়েছে “নবাব” নামের একটি সিনেমা।
শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আগামী ২০ জুন লন্ডনে যাচ্ছি নতুন যৌথ প্রযোজিত সিনেমাটির শুটিংয়ে। আমার সঙ্গে চুক্তি হয়েছে। সিনেমার গল্প, চরিত্র আমার পছন্দ হয়েছে বলেই রাজি হয়েছি। যৌথ প্রযোজিত সিনেমার সবকিছু মেনেই ছবিটা করা হবে।”
উল্লেখ্য, “আরো ভালোবাসবো তোমায়” সিনেমায় অভিনয়ের জন্য শাকিব খান ২০১৫ সালের সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পাচ্ছেন। তৃতীয়বারের মতো তাঁর এই পুরস্কার পাওয়া।
Comments