ডেইলি স্টার ফেসবুক লাইভে নিরব-আইরিন আজ

nirab and airin
চিত্রতারকা নিরব হোসেন এবং আইরিন সুলতানা।

দ্য ডেইলি স্টার ফেসবুক লাইভে আসছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রতারকা নিরব হোসেন এবং আইরিন সুলতানা।

দ্য ডেইলি স্টার ফেসবুক পেইজে (facebook.com/dailystarnews) এই জুটিকে পাওয়া যাবে আজ রাত ৮টায়। ভক্তদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর মিলবে এই অনুষ্ঠানে।

আমন্ত্রিত তারকারা তাঁদের ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর, তাঁদের দেখা যায় রুপালি পর্দায়। চলচ্চিত্রে আইরিনের অভিষেক ঘটেছিল “ভালোবাসা জিন্দাবাদ” ছবির মাধ্যমে। এরপর, তিনি একে একে অভিনয় করেন “ইউটার্ন”, “মায়াবিনী” এবং “এক পৃথিবী প্রেম”-এ।

চলচ্চিত্রে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন আইরিন। এখন “রুদ্র ছায়া” ছবিতে তিনি অভিনয় করছেন নিরবের সঙ্গে।

ঢাকার চলচ্চিত্রে নিরবের অভিষেক হয় ২০০৯ সালে। “মন যেখানে হৃদয় সেখানে” ছবিটিতে তিনি শাকিব খান এবং অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করেন। এরপর, নিরব অভিনয় করেন “এইতো ভালোবাসা”, “গেম” এবং “ভোলা তো যায় না তারে” ছবিতে।

ঢালিউডে সাফল্যের পর নিরব সম্প্রতি অভিনয় করেছেন বলিউডের “শয়তান” ছবিতে। সমীর খান পরিচালিত ছবিটির মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

দ্য ডেইলি স্টার ফেসবুকের সদস্যরা এই লাইভ সেশনে অংশ নিতে পারবেন। সরাসরি জানতে পারবেন নিরব ও আইরিনের অনেক অজানা কথা।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

15h ago