নায়করাজকে নিয়ে ‘ঝামেলা’
নায়করাজ রাজ্জাককে কেন্দ্র করে গতকাল শনিবার ঝামেলা হয়েছে পরিচালক সমিতেতে। সাধারণসভা চলাকালীন রাজ্জাককে নিয়ে দুজন পরিচালক বদিউল আলম খোকন ও গাজী মাহবুবের মধ্যে এই ঝামেলা সৃষ্টি হয়।
পরিচালক গাজী মাহবুব দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “চলচ্চিত্রের চলমান অস্থিরতা নিয়ে পরিচালক সমিতি একটা সভা ডেকেছিল। সেসময় নায়করাজ রাজ্জাককে নিয়ে ‘খারাপ মন্তব্য’ করেন পরিচালক বদিউল আলম খোকন। আমি এর প্রতিবাদ করায় বিষয়টি নিয়ে একটু ঝামেলা হয়েছে।”
তিনি আরও বলেন, “কিছুদিন আগে নায়করাজ পুত্র বাপ্পারাজকে পরিচালক সমিতি থেকে নোটিশ দেওয়া হয়। এ বিষয়ে কথা বলতে গিয়েই রাজ্জাক সাহেবের প্রসঙ্গ উঠে আসে এবং অনেক আজেবাজে কথা হয়।”
উল্লেখ্য, সমিতির সভায় পরিচালকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম মহাসচিব শাহীন সুমন, শাহ্ আলম কিরণ, সাফি উদ্দিন সাফি, অপূর্ব রানা, সাইমন তারিক প্রমুখ।
অনেক চেষ্টা করেও পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।
Comments