নির্বাচন বাতিল চেয়ে ওমর সানীর আবেদন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নির্বাচনের দায়িত্বে থাকা আপিল বিভাগের কাছে আবেদন করেছেন সভাপতি পদে পরাজিত প্রার্থী ওমর সানি।
Omar-Sani
অভিনেতা ওমর সানী। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নির্বাচনের দায়িত্বে থাকা আপিল বিভাগের কাছে আবেদন করেছেন সভাপতি পদে পরাজিত প্রার্থী ওমর সানি।

গতকাল বিকেলে ওমর সানি লিখিত আবেদন করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর।

আজ দুপুরে বিষয়টি নিয়ে বসবেন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই বিষয়ে আগামীকাল ৯ মে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন আপিল বিভাগে প্রধান দায়িত্বে ছিলেন নাসিরউদ্দিন দিলু। তাঁর দুই সহকারী হিসেবে ছিলেন খোরশেদ আলম খসরু এবং মোহাম্মদ শামসুল আলম।

আপিল বিভাগের চেয়ারম্যান নাসিরউদ্দিন দিলু দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমরা আবেদনের ব্যাপারটি জেনেছি। ৯ মে দুপুরে এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “যেহেতু অনেক ব্যবধানে বিজয়ীরা জয়ী হয়েছেন তাই নির্বাচন বাতিল করা সম্ভব হবে কিনা এ বিষয়ে সন্দেহ রয়েছে। তারপরও এ বিষয়ে আগামীকাল বিস্তারিত জানানো হবে।”

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

1h ago