পূর্ণিমার সঙ্গে ৬ বছর পর, আনন্দিত ইমন

Purnima
অভিনেতা ইমন ও পূর্ণিমা। ছবি: সংগৃহীত

খুব আনন্দিত ইমন। এই আনন্দের কারণ তাঁর প্রিয় নায়িকা পূর্ণিমার সঙ্গে নতুন একটা বিজ্ঞাপনচিত্র করেছেন তিনি।

গতকাল সেই আনন্দ উচ্ছ্বাসটা বোঝা গেলো এফডিসিতে ইমনের সঙ্গে কথা বলার সময়। তিনি ২০১১ সালে “মায়ের জন্য পাগল” নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন পূর্ণিমার সঙ্গে।

ছয় বছর পর একটি মেহেদীর বিজ্ঞাপনে দেখা যাবে তাঁদের। রমজানের প্রথম দিন থেকে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে মিজানুর রহমান আরিয়ান নির্মিত নতুন বিজ্ঞাপনচিত্রটি।

ইমন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “প্রথমত পূর্ণিমা আমার অনেক প্রিয় একজন নায়িকা। তাঁর সঙ্গে কাজ করা অনেক আনন্দের ও ভালো লাগার। এছাড়াও, বিজ্ঞাপনের ভাবনাটা এক কথায় দারুণ ছিলো। এতে নতুন কিছু দেখতে পাবেন দর্শকরা।”

Comments