বিবিসি’তে অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস কী কী বললেন বিবিসি বাংলার সঙ্গে তাঁর একান্ত সাক্ষাৎকারে, তা জানা যাবে কয়েকদিন পর। এবারই প্রথম তিনি বিবিসিকে সাক্ষাৎকার দিলেন।
অপু বিশ্বাস তাঁর ছোটবেলা, শিক্ষাজীবন ও সংস্কৃতি অঙ্গনের জড়িয়ে যাওয়াসহ পারিবারিক জীবনের অনেক অজানা কথা জানিয়েছেন সংবাদমাধ্যমটির ‘এ সপ্তাহের সাক্ষাৎকার’ পর্বে।
দ্য ডেইলি স্টার অনলাইনকে অপু বিশ্বাস বলেন, “বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেল এবং সংবাদমাধ্যমে নিজের জীবন নিয়ে কথা বললেও প্রথমবারের মতো বিবিসি’তে আমার সাক্ষাৎকারটি প্রচারিত হবে। আশাকরি, শ্রোতারা এটি আগ্রহ নিয়ে শুনবেন।”
এদিকে, শাকিব খান-অপু বিশ্বাস জুটির নতুন সিনেমা “রাজনীতি” মুক্তি পাবে আসছে ঈদে।
Comments