বৈশাখ রাঙাতে আসছে যে ছবিগুলো

পহেলা বৈশাখ বাঙালির জীবনে সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে ঘিরে সংস্কৃতি অঙ্গনে থাকে নানান আয়োজন। বাংলা সিনেমাপ্রেমীদের মধ্যে একটু বাড়তি ভালোলাগা ছড়িয়ে দিতে এবার বৈশাখে মুক্তি পাবে বেশ কয়েকটি চলচ্চিত্র।
film

পহেলা বৈশাখ বাঙালির জীবনে সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে ঘিরে সংস্কৃতি অঙ্গনে থাকে নানান আয়োজন। বাংলা সিনেমাপ্রেমীদের মধ্যে একটু বাড়তি ভালোলাগা ছড়িয়ে দিতে এবার বৈশাখে মুক্তি পাবে বেশ কয়েকটি চলচ্চিত্র।

তবে শেষ পর্যন্ত কয়টি ছবি মুক্তি পাবে তা এখনো ঠিক হয়নি। এরই মধ্যে বৈশাখের প্রথমে যে ছবিটি মুক্তির তালিকায় রয়েছে সেটি হলো শামীম আহমেদ রনির ‘ধ্যাততেরিকি’, শাহদাৎ হোসেন লিটনের ‘অহংকার’ এবং মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’।

কিন্তু ‘ডুব’ বৈশাখে মুক্তি পাওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত মুক্তি পাবার সম্ভাবনা কতটুকু এই নিয়ে প্রশ্ন রয়েছে। ছবিটির বাংলাদেশের প্রযোজক আবদুল আজিজ বলেন, “পহেলা বৈশাখে ছবিটি মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে সে অনুযায়ী সব কাজও শেষ করেছি। আইনি জটিলতা কাটলে বৈশাখেই মুক্তি দেবো।”

শাকিব খান ও বুবলী অভিনীত ‘অহংকার’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে এবারের বৈশাখে। ছবিটির পরিচালক লিটন বলেন, “বৈশাখে মুক্তি দেওয়ার লক্ষ্যে ছবির প্রায় সব কাজ গুছিয়ে এনেছি। আশা করি, শাকিবভক্তরা পহেলা বৈশাখে প্রিয় শিল্পীর চলচ্চিত্র দেখতে পাবেন। শাকিব খান-বুবলির এটি তৃতীয় চলচ্চিত্র।”

‘ধ্যাততেরিকি’ ছবির কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। ছবিটি সেন্সরও পেয়েছে আনকাট। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে এটি। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। এটি জুটি হিসেবে তাঁদের দ্বিতীয় ছবি। ছবিটিতে আরও আছেন রোশান ও নবাগতা ফারিন। ইতোমধ্যে ছবির দুটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আরেফিন শুভ বলেন, “একেবারে ভিন্ন ধরনের ছবি এটি। দর্শকরা আমকে নতুন করে দেখতে পাবেন এটা বলতে পারি। আপনার বৈশাখ নতুন করে সাজবে।”

এছাড়াও, বৈশাখে জেসমিন আক্তার নদী পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘জল শ্যাওলা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে অভিনয় করছেন সাইমন সাদিক ও মানসী প্রকৃতি।

এদিকে, বৈশাখের শুরুতে ৭ এপ্রিল মুক্তি পেয়েছে শাকিব খান ও কলকাতার পাওলি দাম অভিনীত ‘সত্তা’। ছবির কয়েকটি গান শ্রোতাদের মধ্যে আলোচিত হয়েছে।

বাংলা সিনেমার সঙ্গে এবারের বৈশাখ আনন্দে কাটুক সবার।

Comments

The Daily Star  | English

US must intervene to stop Gaza carnage

Says ‘helpless’ UN chief as 16 more die in the Palestinian enclave

1h ago