মিশর উৎসবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’

tisha with irrfan khan
অভিনেতা ইরফান খান ও তিশা। ছবি: জাহেদ খান, দ্য ডেইলি স্টার

স্বনামধন্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি “ডুব” মিশরের এল গোনা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগের জন্যে নির্বাচিত হয়েছে।

চলতি বছরে নির্মিত হওয়া বিভিন্ন দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতা করবে এ ছবিটি। ছবিগুলোর মধ্যে রযেছে বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জেতা আকি কারুসমাকির ছবি “আদার সাইড অব হোপ”, ভেনিসে সেরা অভিনেতার পুরস্কার জেতা ছবি “ইনসাল্ট”, লোকার্নো উৎসবে জয়ী “স্ক্যারি মাদার” এবং ট্রাইবেকা উৎসবে জয়ী “সান অব সোফিয়া”।

উৎসবটি ২২ সেপ্টেম্বরে শুরু হয়ে চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

এ বছর “ডুব”-ই দক্ষিণ এশিয়ার ছবি হিসেবে প্রতিনিধিত্ব করবে ওই প্রতিযোগিতায়। এছাড়াও, ভারতের অনুরাগ কাশ্যপ পরিচালিত “মোক্কাবাজ” প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে।

“ডুব” ছবিতে অভিনয় করেছেন বলিউড তারকা ইরফান খান, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী এবং কলকাতার পার্নো মিত্র।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ইরফান খান ফিল্মস এবং কলকাতার এসকে মুভিজ যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে।

বহুল আলোচিত “ডুব” ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর।

Comments

The Daily Star  | English

Yunus inaugurates month-long programme on July uprising

The chief adviser said the annual observance aimed to prevent the reemergence of authoritarian rule in the country

20m ago