মুক্তির ১ মাস আগে ‘ডুব’-এর ট্রেইলার প্রকাশ

irrfan khan and tisha
“ডুব” ছবিতে ইরফান খান ও তিশা। ছবি: সংগৃহীত

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত “ডুব” ছবি মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর। এর ঠিক একমাস আগে আগামী বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) আসছে ছবিটির ট্রেইলার।

পরিচালক ফারুকী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আগামী ২৭ সেপ্টেম্বর ‘ডুব’ ছবির ট্রেইলার দর্শকরা দেখতে পাবেন। আশা করি, তাঁরা এটি পছন্দ করবেন। এরপর, ঠিক এক মাস পর ‘ডুব’ ছবিটি দেখানো হবে।”

“ডুব”-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী এবং কলকাতার পার্নো মিত্র।

জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ইরফান খান ফিল্মস ও কলকাতার এসকে মুভিজ ছবিটি প্রযোজনা করেছে।

Comments