‘রাজলক্ষ্মী’ হচ্ছেন জ্যোতিকা জ্যোতি

কলকাতার ছবিতে অভিনয় করবেন জ্যোতিকা জ্যোতি এটা আগেই শোনা গিয়েছিলো। কিন্তু ছবিটির নাম তখন জানান নি তিনি। অবশেষে, জানা গেলো শরৎচন্দ্রের কালজয়ী চরিত্র শ্রীকান্ত ও রাজলক্ষ্মীকে নিয়ে সিনেমাটা তৈরি করা হবে। কলকাতায় এটিই তাঁর প্রথম কাজ।
সিনেমাটির নাম “রাজলক্ষ্মী ও শ্রীকান্ত”। রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করবেন জ্যোতিকা জ্যোতি এবং শ্রীকান্ত হিসেবে থাকছেন কলকাতার ঋত্বিক চক্রবর্তী। ছবিটি পরিচালনা করছেন কলকাতার প্রদীপ্ত ভট্টাচার্য।
জ্যোতিকা জ্যোতি কলকাতা থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গতকাল (১ জুন) কলকাতায় এসেছি। সিনেমাটির প্রাথমিক কাজ গত কয়েকদিন আগে শুরু হয়েছে। তাঁদের সঙ্গে সেখানে গ্রুমিংয়ে অংশ নিয়েছিলাম। মাঝে কয়েকদিন সেটি বন্ধ ছিলো। তাই দেশে এসেছিলাম।”
আগামী ১৫ জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান জ্যোতি। কলকাতা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় ছবিটির শুটিং হবে। ছবিটিতে বর্তমান সময়টাকে তুলে ধরা হবে বলেও তিনি উল্লেখ করেন।
Comments