শাকিবের অপমানে অপুর ক্ষোভ

অভিনেত্রী অপু বিশ্বাস তাঁর স্বামী ও অভিনেতা শাকিব খানের ওপর ‘হামলা’-র ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
অপু তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই ক্ষোভের কথা জানান। তিনি হামলাকারীদের শাস্তিও দাবি করেন।
দ্য ডেইলি স্টার অনলাইন পাঠকদের জন্য অপু বিশ্বাসের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো – “শাকিব খান এমন একজন সুপারস্টার.... যে এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছে। ডুবতে যাওয়া ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে এসেছেন খাঁদের কিনার থেকে। তাঁর উপর ভরসা করে এখনো মানুষ বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আশায় বুক বাঁধে। শাকিব খানকে চাইলে কি সহজে অস্বীকার করা যাবে? অথবা শাকিবের ক্ষতি করে কি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া সম্ভব?
মধ্যরাতে শাকিব খানের উপর যারা হামলা করতে চেয়েছিলেন তারা কারা? এই সাহস তারা কোথায় পায়? তাদের পিছনে ইন্ধন যোগায় কারা?
একজন শিল্পী এবং একজন সহকর্মী হিসাবে আমি এর তীব্র নিন্দা জানাই, এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন তাদের শাস্তি চাই।”
উল্লেখ্য, গত ৫ মে বিএফডিসি-তে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শুরু হয় ভোট গণনা। কিন্তু গভীর রাতে ভোট গণনাস্থলে শাকিব খান আসলে কিছুটা ঝামেলা তৈরি হয়। এক পর্যায়ে বিএফডিসি ত্যাগ করতে বাধ্য হোন তিনি। চলচ্চিত্র পাড়ায় বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
Comments