শাকিব খানের আরেক নায়িকা কি কোয়েল?
নাম ঠিক না হওয়া একটা সিনেমার জন্য সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন কলকাতার পরিচালক রাজীব বিশ্বাস। সিনেমার গল্প নিয়ে শাকিব খানের সঙ্গে আলোচনায় করাই ছিল তাঁর উদ্দেশ্য।
শাকিব খান বলেন, পরিচালক রাজীব বিশ্বাস এসেছিলেন, তাঁর সঙ্গে সিনেমার গল্প নিয়ে বিস্তারিত কথা বলেছি। এই সিনেমায় আমার নায়িকা দু’জন, একজন হলেন সায়ন্তিকা, অন্য নায়িকা হিসেবে কোয়েল মল্লিকের থাকার সম্ভাবনা রয়েছে।
কোয়েল মল্লিক বর্তমানে দার্জিলিংয়ে অন্য একটি সিনেমার শুটিং করছেন। ফিরে আসলেই হয়তো চুক্তি হবে। এর পরির্বতনও হতে পারে।
১৬ মার্চ থেকে শুটিং শুরু হতে যাওয়া নতুন এই সিনেমাটি প্রযোজনা করবে কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
গত বছর যৌথ প্রযোজিত ছবি ‘শিকারি’ নিয়ে আলোচনায় ছিলেন শাকিব খান। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর নতুন যৌথ প্রযোজিত সিনেমা ‘নবাব’। ছবিটিতে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার শুভশ্রী।
Comments