শাকিব খানের পর এবার বাপ্পারাজের ওপর নিষেধাজ্ঞা

শাকিব খানের পর এবার চিত্রনায়ক বাপ্পারাজকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নাখোশ চিঠি পাঠিয়েছে। কিছুদিন আগে চিত্রনায়ক শাকিব খান পরিচালকদের “বেকার” বলার কারণে তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল পরিচালক সমিতি।
বাপ্পারাজ সেই সময় গণমাধ্যমে শাকিবের পক্ষ নিয়ে কথা বলায় পরিচালক সমিতি গত ১৪ মে তাঁকে একটি চিঠি পাঠিয়েছে। সে চিঠিতে সাত কার্য দিবসের মধ্যে বাপ্পারাজকে উল্লেখিত বিষয়ে সমিতিকে ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে বাপ্পারাজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “হ্যাঁ, আমি চিঠি পেয়েছি এবং সেই চিঠির জবাবও দিয়েছি।”
তিনি আরও বলেন, “আমি ব্যাখ্যা হিসেবে লিখেছি যে, আপনারা দরকার হলে আমার সদস্যপদ বাতিল করতে পারেন। সাতদিন পরে কিছুই বলার প্রয়োজন মনে করিনি। তাই সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি। আর যেহেতু আমার সদস্যপদ থাকবে না সেহেতু সদস্যপদের জন্য যে ৫০ হাজার টাকা দিয়েছিলাম সেটা ফেরত চেয়েছি। বলেছি, আমার সদস্যপদের জন্যই তো ওই টাকাটা নিয়েছিলেন। আমাদেরকে নিবেন, পরিচালক বানাবেন, এই টাকাগুলো আপনারা ইনকাম করবেন। আবার যখন তখন সদস্যপদ বাতিল করবেন, তাহলে টাকাগুলো তো রয়ে যাবে। তাই সেই টাকাটা ফেরত চেয়েছি।”
বাপ্পা প্রশ্ন তুলে বলেন, “আসলে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের লক্ষ্যটা কি? আবারও কি তিনি আগের মতো অশ্লীল ছবি নির্মাণ করতে চান? উদ্দেশ্যটা তো সেরকমই মনে হচ্ছে। কাদেরকে পরিচালক সমিতির নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে এটাই আমার প্রশ্ন।”
পরিচালক সমিতির প্রতি বাপ্পার চ্যালেঞ্জ, “কুরবানি ঈদের পর শাকিব খান ও সম্রাটকে নিয়ে ‘তারছেঁড়া’ শিরোনামে একটি সিনেমা তৈরির কাজ শুরু করবো পরিচালক সমিতির সদস্যপদ ছাড়াই। পারলে পরিচালক সমিতি যেন আমাকে ঠেকায়।”
Comments