সুপার ওম্যান ববি

আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে ববি অভিনীত “বিজলি” সিনেমাটি। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ও গল্পে নির্মিত এই ছবিটি প্রযোজনার পাশাপাশি সুপার ওম্যানের চরিত্রে দেখা যাবে তাঁকে।
Bobi
অভিনেত্রী ববি। ছবি: শাহরিয়ার কবির হিমেল

আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে ববি অভিনীত “বিজলি” সিনেমাটি। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ও গল্পে নির্মিত এই ছবিটি প্রযোজনার পাশাপাশি সুপার ওম্যানের চরিত্রে দেখা যাবে তাঁকে।

এখানে ববির নায়ক ওপার বাংলার রণবীর। ছবিটিতে আরও অভিনয় করেছেন কলকাতার শতাব্দী রায়, ঢাকার ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, আহমেদ রুবেল ও শিমুল খান। একটি বিশেষ চরিত্রে থাকছেন জাহিদ হাসান।

ববি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবির শুটিং, গান, ডাবিং সবকিছুই শেষ হয়েছে। তবে অল্পকিছু কাজ বাকি রয়েছে। এবার সেগুলো শেষ করবো। আশা করছি, আগামী ঈদেই ‘বিজলি’ মুক্তি দিতে পারবো।”

“বিজলী”-র শুটিং ইউরোপ ও ভারতের কয়েকটি স্থানে হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, কিছুদিনের মধ্যে ছবিটির গান ও টিজার প্রকাশ করা হবে।

ববি অভিনীত সর্বশেষ ছবি “ওয়ান ওয়ে” মুক্তি পেয়েছিলো গত বছরের ২১ অক্টোবর।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

8h ago