২ জুলাই থেকে ‘ওলট পালট’ এ শুভ

arefin shuvo
অভিনেতা আরেফিন শুভ। ছবি: দ্য ডেইলি স্টার

যৌথ প্রযোজিত “ওলট পালট” সিনেমায় শেষ পর্যন্ত কাজ করছেন আরেফিন শুভ। প্রথমে “হ্যাঁ”, তারপর “না” এবং অবশেষে “সময়” সমস্যার সমাধান হওয়ার কারণে আগামী ২ জুলাই থেকে তিনি শুটিং করবেন ছবিটির।

রবি কিনাগি পরিচালিত “ওলট পালট” ছবিটিতে আরও অভিনয় করবেন কলকাতার সোহম ও যিশু সেনগুপ্ত। ঢাকা থেকে থাকবেন বিদ্যা সিনহা মিম, পিয়া বিপাশা ও রোশান।

আরেফিন শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “প্রথম থেকেই ছবিটি করার ইচ্ছা ছিলো। কিন্তু সময় না মেলাতে পারার কারণে মাঝে সরে যেতে হয়েছিলো। এখন আবার সবকিছুর সঙ্গে মিলিয়ে সময় দেওয়ার কারণে ‘ওলট পালট’ করতে পারছি।”

“ঈদের পরদিন কলকাতায় যাবো নিজের চরিত্র এবং সিনেমার কিছু বিষয় বুঝে নেওয়ার জন্যে,” বলে যোগ করেন তিনি।

পরিচালক সমিতির ইফতারে এফডিসিতে গতকাল সন্ধ্যায় তিনি এই তথ্য জানান।

এছাড়াও, আরেফিন শুভ’র দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। একটি জাকির হোসেন রাজু পরিচালিত “ভালো থেকো” এবং অপরটি দীপংকর দীপন পরিচালিত “ঢাকা অ্যাটাক”।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

20m ago