সিনেপ্লেক্সে ‘দ্য গ্রেট ওয়াল’

Great-Wall
‘দ্য গ্রেট ওয়াল’ ছবির একটি দৃশ্য

হলিউডের ঐতিহাসিক চলচ্চিত্র ‘দ্য গ্রেট ওয়াল’ ২৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

ঝাং ইমু পরিচালিত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবিটি সিনেপ্লেক্সে প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রদর্শিত হবে।

ছবিটি গত ১৫ ডিসেম্বর চীনে মুক্তি পেলেও যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ১৭ ফেব্রুয়ারি। পনেরো কোটি ডলার বাজেটের এই ছবিটি ইতোমধ্যে ২০ কোটি ডলারের বেশি আয় করেছে।

বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল। হাজার বছর আগে তৈরি করা প্রায় সাড়ে ৫,০০০ মাইলের এই দেয়াল নির্মাণের পেছনে রয়েছে অনেক গল্প-কাহিনী। তেমনি একটি কল্প-কাহিনীর সঙ্গে ঐতিহাসিক ঘটনা মিলেছে ‘দ্য গ্রেট ওয়াল’ ছবিটিতে।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

3h ago