৩ যুগ পূর্তিতে লোক নাট্যদলের নাট্য উৎসব

লোক নাট্যদলের ৩ যুগ পূর্তি উপলক্ষে ৫ জুলাই থেকে চার দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। উৎসবে লিয়াকত আলী লাকী নির্দেশিত ৮টি নাটক মঞ্চস্থ করা হবে।
উদ্বোধনী দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালায় আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও থাকবে “অবাক জলপান” ও “কঞ্জুস”-এর মঞ্চায়ন।
৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা জাতীয় নাট্যশালায় আয়োজন করা হবে আলোচনা। এরপর, মঞ্চস্থ করা হবে নাটক “মাঝরাতের মানুষেরা”।
৭ জুলাই বিকেল ৪টায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে “মুজিব মানে মুক্তি”, “ডাকঘর” ও “রথযাত্রা” এবং সন্ধ্যা ৭টায় একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে “সোনাই মাধব”।
উৎসবের শেষ দিন (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ করা হবে “লীলাবতী আখ্যান”।
Comments