৬ষ্ঠবারের মতো হাজার কণ্ঠে বর্ষবরণ

Barsha Baran
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে আয়োজন করা হবে ‘সানসিল্ক হাজারও কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠান। ছবি: ফাইল ফটো, সংগৃহীত

ষষ্ঠবারের মতো ‘সানসিল্ক হাজারও কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে চ্যানেল আই ও সুরের ধারা। প্রতিবারের মত এবারও রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে এই উৎসব আয়োজন করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত চলবে ১৪২৩ সালকে বিদায় দেওয়ার আয়োজন ‘চৈত্র সংক্রান্তি উৎসব ১৪২৩’ এবং শুক্রবার সূর্যোদয় থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত চলবে বর্ষবরণ অনুষ্ঠান।

হাজার কণ্ঠে গান গেয়ে বরণ করে নেওয়া হবে বাংলা নতুন বছর ১৪২৪ সালকে। বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে এক হাজার শিল্পীর কণ্ঠে পরিবেশন করা হবে বর্ষবরণের গান। অনুষ্ঠানটিতে রেজওয়ানা চৌধুরী বন্যার একক ৬টি পরিবেশনা ছাড়াও দেশের বিশিষ্ট রবীন্দ্র, নজরুল এবং আধুনিক গানের শিল্পীদের পরিবেশনা থাকবে।

এছাড়াও, ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু এবং তাঁর ব্যান্ড এলআরবি-ও থাকবে তাদের পরিবেশনা নিয়ে।

মেলায় ঘুড়ি ফেডারেশনের আয়োজনে ‘ঘুড়ি উৎসব’ দর্শকদের বাড়তি আনন্দ দেবে বলে আশা করেন আয়োজকরা। অনুষ্ঠানস্থলে স্টল থাকবে বাঙালি ঐতিহ্যের নানান সামগ্রী নিয়ে।

পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago