৮০ নৃত্যশিল্পীর ‘বাঁদী-বান্দার রূপকথা’
আরব্য রজনীর ‘আলীবাবা ও চল্লিশ চোর’-এর কাহিনী নিয়ে নৃত্যনাট্য ‘বাঁদী-বান্দার রূপকথা’-র ১২তম প্রদর্শনী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে।
সৃষ্টি কালচারাল সেন্টার প্রযোজিত এই নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন সুকল্যাণ ভট্টাচার্য। এতে অংশ নিয়েছেন সৃষ্টি ও নৃত্যাঞ্চলের ৮০জন শিল্পী।
‘বাঁদী-বান্দার রূপকথা’-র আলীবাবা চরিত্রে অভিনয় করেছেন শিবলী মোহাম্মদ। অন্য প্রধান চরিত্র মর্জিনা ও আবদুলার নাম ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে শামীম আরা নীপা ও আনিসুল ইসলাম হিরু।
সৃষ্টি কালচারাল সেন্টারের পরিচালক ও নৃত্যনাট্যটির প্রযোজক আনিসুল ইসলাম হিরু দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নৃত্যনাট্যটিতে প্রাচ্য ও পাশ্চাত্যের সমকালীন নাচের ভঙ্গিমা ব্যবহার করা হয়েছে। দর্শকদের কাছ থেকে এটি বেশ ভালো সাড়া পেয়েছে।”
“অনেক বড় বাজেটের কাজ। প্রায় ১০০ জনের একটি দল নৃত্যনাট্যটিতে কাজ করেন। ২০১৪ সালে এটি তৈরিতে ৪৫ লাখ টাকা খরচ হয়েছিল। এখন প্রতি প্রদর্শনীতে খরচ হয় প্রায় ছয় লাখ টাকা। তাই নিয়মিত প্রদর্শনীর আয়োজন করা সম্ভব হয় না।”
হিরু আরও জানান যে ‘বাঁদী-বান্দার রূপকথা’ ১৮ মার্চ কলকাতার রবীন্দ্র সদনে প্রদর্শিত হবে।
Comments