সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস
জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। এতে জিডিপি ধরা হয়েছে ছয় দশমিক ৭৫ শতাংশ এবং বার্ষিক মূল্যস্ফীতি ধরা হয়েছে প্রায় ছয় শতাংশ।
আজ রোববার জাতীয় সংসদে এটি পাস হয়।
সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। এই বিলে ১২ লাখ ৪১ হাজার ৭৫২ কোটি টাকা বাজেট বরাদ্দ চাওয়া হয়।
গতকাল সামান্য সংশোধনীসহ সংসদে অর্থ বিল ২০২৪ পাস হয়।
Comments