‘জুলাই যোদ্ধাদের’ করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা

জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা

সরকার 'জুলাই যোদ্ধা' নামে ব্যক্তি পর্যায়ে আয়করের নতুন ক্যাটাগরি চালু করেছে। এর আওতায় ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে এই ক্যাটাগরিতে করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা।

গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহতরা 'জুলাই যোদ্ধা' হিসেবে এই সুবিধা পাবেন।

একইসঙ্গে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়সীমাও ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০২৬-২৭ অর্থবছর থেকে ৫ লাখ ২৫ হাজার টাকা করা হয়েছে।

এই দুই অর্থবছরে স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা হবে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা।

জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে পেশ হলো বাজেট। এবার সংসদ না থাকায় সংসদের আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ থাকছে না। উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়ে অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করার পর ৩০ জুন তা রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে কার্যকর করা হবে।

তবে অতীতের রেওয়াজ মেনে বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে এসে বাজেট নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এছাড়া পুরো জুন মাসজুড়ে অংশীজনদের মতামত নেওয়ার কথাও তিনি বলেছেন।

Comments

The Daily Star  | English

Foreigner detained with over 8kg cocaine at Dhaka airport

The street value of the seized contraband is around Tk 130 crore

43m ago