বাংলাদেশ আন্তর্জাতিক মানের পণ্য কম দামে সরবরাহ করতে সক্ষম: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের পণ্য তুলনামূলক কম দামে সরবরাহ করতে সক্ষম বলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন।
টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের পণ্য তুলনামূলক কম দামে সরবরাহ করতে সক্ষম বলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রনয় ভার্মার সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, 'ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের বেশ চাহিদা আছে। বাণিজ্য সহজ করলে ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি অনেক বাড়বে এবং উভয় দেশের বাণিজ্য ব্যবধান কমবে।' 

তিনি বলেন, 'বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের পণ্য তুলনামূলক কম দামে সরবরাহ করতে সক্ষম। এজন্য ভারত-বাংলাদেশ সীমান্তের স্থলবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।' 

মন্ত্রী আরও বলেন, 'বর্ডার হাটগুলো দুই দেশের মানুষের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। ভিসা ইস্যু সহজ হলে মানুষের যাতায়াত বাড়বে। এতে উভয় দেশের মানুষ উপকৃত হবে।'

এ সময় ভারতের হাইকমিশনার প্রনয় ভার্মা বলেন, 'ভারত সরকার সবসময় বাংলাদেশকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য এবং সহযোগিতা অনেক বৃদ্ধি পেয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। আকাশপথের পাশাপাশি সড়ক ও নৌ-পথে যোগাযোগ উন্নত হয়েছে।' 

তিনি আরও বলেন, 'পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের জন্য পাইপলাইন নির্মাণকাজ শেষ হয়েছে। আশা করা যায় আগামী ফেব্রুয়ারি থেকে এ পাইপলাইন ব্যবহার করা সম্ভব হবে। ভারতের ভেতর দিয়ে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করলে বাংলাদেশ উপকৃত হবে।'

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

7h ago